তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর দুর্লভ প্রজাতির শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শহরের পূর্বাশা এলাকার স্থানীয় একজনের বাসার উঠানে একটি অপরিচিত সাপ ঢুকে পড়লে এবং সাপটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে পরে। পরে দুপুরের দিকে আমার কাছে ফোন কল আসে। সাপের শরীরজুড়ে হলুদ ও কালো রঙের ডোরাকাটা দাগ। খবর পেয়ে আমি বন বিভাগের এফ জি সুব্রত সরকারকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি। তিনি বলেন প্রাণীটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে ঐ বাড়িতে ঢুকে পড়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল জানান বুধবার দুপুরের পর শঙ্খিনী সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রের বরাতে জানা যায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট গ্রন্থে সাপটিকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সাপটি সংরক্ষিত। তাই এটি আটক, হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হয়।