জয়পুরহাট সংবাদদাতাঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলাকালে বিএনপি জামায়াত কর্তৃক সন্ত্রাসী বাহিনীর হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৯জুলাই) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা ও পৌর শাখার যৌথ নেতৃত্বে পাঁচবিবি রেল ষ্টেশন রোডের ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাঁচবিবি বারোয়ারী চত্ত¡রে এসে শেষ হয়।
সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদারের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামন চৌধূরী বিপ্লব, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা গোলাম আকবর, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগাঠনিক সম্পাদক নিলয় হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওয়াহেদুল ইসলাম খোকনসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত বুধবার বিকেলে (১৮ জুলাই) জয়পুরহাট জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ চলাকালে বিএনপি জামাতের সন্ত্রাসীরা এই হামলা করেন।