মো. জসিউর রহমান (লুকন) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ঘাগরা নামক স্থানে বাসের সামনের বাম দিকের চাকা বিস্ফোরণ হয়ে বাসটি খাদে পড়ে গিয়ে অজ্ঞাত ১ ব্যাক্তি নিহত হয়েছে।
১৮ জুলাই মঙ্গলবার আনুমানিক সকাল ১১.৩০ মিনিটের সময় নাগরপুর-ঢাকা রোডের ফিটনেস বিহীন এসবি লিংকের ১টি বাসের চাকা বিস্ফোরণ হয়ে খাদে পড়ে ঘটনা স্থলেই অজ্ঞাত ১ ব্যাক্তির মৃত্যুবরণ করে। এছাড়াও বাসের বেশ কয়েক জন যাত্রী এতে আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।
বাসটি নাগরপুর উপজেলার মামুদনগর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্য সকালে রওনা দিলে, সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন মুঠোফোনে জানান, নিহত অজ্ঞত ব্যক্তিটির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন মাধ্যমে তৎপরতা চালাচ্ছে নাগেরপুর থানা পুলিশ। মরদেহ দ্রুত সনাক্ত করে, পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
(এম.আর.আর)