মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা
দেশের সকল মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ মঙ্গলবার (১৮ জুলাই) ৩য় দিনের মত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪৮টি বেসরকারী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন শিক্ষক কর্মচারীরা। এদিকে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা এসে ক্লাশ না হওয়াই বিড়ম্বনায় পড়ছেন।
গত রোববার ১৬ই জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবীতে এ আন্দোলনের ডাক দেন। এরই অংশ হিসাবে পাঁচবিবি উপজেলা শিক্ষক কর্মচারীরা এ আন্দোলন অংশ নেন।
উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করলেও নেই কোন শিক্ষার্থী। শ্রেণি কক্ষ গুলোতে রয়েছে তালা ঝুলিয়ে রাখা। এ কারণে ছাত্র/ছাত্রীরা স্কুলে এসে শ্রেণি কক্ষে তালা লাগা থাকার কারণে বাড়ী ফিরে যায়।
ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন মন্ডল বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবী। দাবী পূরুণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। তবে বিদ্যালয়ে ক্লাশ না হলেও অফিসিয়াল কার্যক্রম চালু রয়েছে বলে তিনি জানান।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সারাদেশে ক্লাশ বর্জন করেছে এ বিষয়টি উদ্বর্ধন কর্তৃপক্ষ জানে।