ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। এই উপনির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে ভোট কেন্দ্রে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে ব্রিফিং করা হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।
ব্রিফিংয়ে পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা দেন মহিদ উদ্দিন।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।