রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

তালতলীতে মোবাইল কোর্টে এক মাদকসেবীর কারাদণ্ড

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে মোবাইল কোর্টে এক মাদকসেবীর কারাদণ্ড এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৫ জুলাই) রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
জানা গেছে, উপজেলার মালিপাড়া সড়কে দাড়িয়ে গাঁজা সেবন করছিলেন ছাতান পাড়া এলাকার হানিফ খলিফার পুত্র রেজাউল (২৪)। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাকে আটক করে। এ সময় ৩গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে রেজাউলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নগদ ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ