গ্র্যামি পুরস্কারজয়ী পপ তারকা টেইলর সুইফটের ‘ইরাস ট্যুরের’ বিশেষ ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। গত বুধবার প্রকাশিত মার্কিন ফেডারেল রিজার্ভের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর- এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়, গত ১২, ১৩ ও ১৪ মে ফিলাডেলফিয়ার ৬৭ হাজার আসনবিশিষ্ট আমেরিকান ফুটবল স্টেডিয়াম লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে তিনটি কনসার্ট করেন টেইলর সুইফট। এর প্রভাব পড়েছে ফিলাডেলফিয়ার পর্যটনখাতে।
কনসার্টে অংশ নিতে আসা মানুষের কারণে হোটেল ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে। করোনাপরবর্তী সময়ে শহরটির হোটেল ব্যবসায় গত মে মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে।
৩৩ বছর বয়সী সংগীত তারকার এই ট্যুর পাঁচটি মহাদেশের ১৭টি দেশে বিস্তৃত। এতে কনসার্ট সংখ্যা ১৩১টি।