অনুপম পাল (বাঁশখালী প্রতিনিধি)
১৪ই জুলাই ২০২৩ ইংরেজী রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় বাঁশখালী উপজেলার আওতাধীন ১নং পুকুরিয়া ইউনিয়স্থ উত্তর পুকুরিয়া সনাতনপাড়াস্থ শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের সম্মানিত উপদেষ্টা শ্রী মিহির চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্রী ছোটন দাশ মহোদয়ের সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাশ মহোদয়, প্রধান অতিথি ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয়, মহান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী হৃত্বিক দাশ মহোদয়, প্রধান বক্তা ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ দাশ(প্রভাষক) মহোদয়, বিশেষ অতিথি শ্রী অনুপম কান্তি দেব মহোদয় ও স্বাগত বক্তা হিসেবে ছিলেন নির্বাহী সদস্য শ্রী রোজন দাশ এবং আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত গীতা শিক্ষা নিকেতনের গীতা প্রশিক্ষক সুভাষ চন্দ্র চৌধুরী মহোদয় এবং বৈষ্ণব প্রবর শ্রী রতন ধর মহোদয়সহ নবগঠিত বাগীশিক পুকুরিয়া ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ।
এতে অতিথিবৃন্দ ও বক্তারা শ্রীমদ্ভগবদগীতার আলোকে অমিয় বানী প্রদান করেন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আগামীর প্রজন্মকে ভুমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন।
সম্মেলনের সমাপনের পূর্বে প্রধান অতিথি ও বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদে সভাপতি শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয় শ্রী শেপাল ধর মহোদয়কে সভাপতি, শ্রী সেন্টু চৌধুরী ও অভি ধর মহোদয়গণকে সহ-সভাপতি, শ্রী রনি দাশ মহোদয়কে সাধারণ সম্পাদক, শ্রী হিরণ কান্তি দে মহোদয়কে সাংগঠনিক সম্পাদক এবং শ্রী আপত তাঁতী মহোদয়কে অর্থ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) ১নং পুকুরিয়া ইউনিয়ন সংসদ ২০২৩-২০২৬ ইংরেজী কমিটি ৩ বৎসরের জন্য ঘোষণা করেন।
পরে উত্তর পুকুরিয়া সনাতনী গীতা শিক্ষা নিকেতনের ৫০ জন বিদ্যার্থীদের হাতে বাগীশিক মুদ্রিত ৫০টি গীতা ও বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সম্মানিত উপদেষ্টা শ্রী মিহির চৌধুরী মহোদয়ের পক্ষ হতে সবাইকে গীতাবিদ্যাপীঠে নিয়মিত পরিধান করে আসার জন্য গৈরিক রংয়ের পোশাক(ড্রেস) বিতরণ করেন।
পরবর্তীতে সম্মেলনের সন্মানিত সভাপতি ও বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের উপদেষ্টা শ্রী মিহির চৌধুরী মহোদয়ের সমপনী বক্তব্যে সমগ্র মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত হয়।