গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর সাপাহারের মাটিতে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডয়নকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)র ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…….রাজিউন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী,৩ছেলে ১ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার সময় সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের লাশের রাষ্ট্রিয় সম্মামনা প্রদান করা হবে বলে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) এর মৃত্যুতে সাপাহার সদর প্রেসক্লাবের সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বেশ কিছু দিন ধরে তিনি হৃদ রোগ ও শ্বাসকষ্ট জনিত রোগে ভোগার পর রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় এবং শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।