নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ই জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
শুক্রবার (১৪ জুলাই) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে কাকরাইল পার্টি অফিসের সামনে স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মুজিবুল হক চুন্নু বলেন, এরশাদের ৯ বছরের শাসনামলে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু গত ৩৩ বছরে আওয়ামী লীগ ও বিএনপির দেশ শাসন করে একটু লুটেরা সমাজ তৈরি করেছে। মানুষেরা ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের মানুষ আর তাদের কাউকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।