ক্রমেই অবনতি হচ্ছে পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি। পাকিস্তানে বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও নতুনভাবে ৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি বর্ষা মৌসুমে দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারানোদের তালিকায় রয়েছেন ১৬ নারী ও ৩৭ শিশু। বন্যার পানির তোড়ে ভেসে গেছে শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। সবচেয়ে খারাপ পরিস্থিতি পাঞ্জাব প্রদেশের। সেখানেই অর্ধ-শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া, খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানও দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। এপ্রিল মাসেই দেশটির আবহাওয়াবিদরা প্রবল বন্যার পূর্বাভাস দিয়েছিলেন।
গেল বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান ১৭শ’ ৩৯ জন। বাস্তুচ্যুত হন দেশটির ২১ লাখের বেশি নাগরিক। বিপুল অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্সের।