আসন্ন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে সাহানাজ পারভীন কলম মার্কা নিয়ে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে অন্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
তিনি স্বপ্ন দেখেন আধুনিক ও সমৃদ্ধ একটি ওয়ার্ড গড়ার। উন্নয়নের চাকা সচল রাখতে যে সূচনা তিনি পাঁচ বছর আগে মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেখেছিলেন তা সম্পন্ন করার জন্য নতুন করে আবার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েছেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। কাজ করেছেন মানুষের কল্যাণে। নিজের ওয়ার্ডকে মনে করেছেন নিজের পরিবার। পরিবারের অসম্পূর্ণ চাহিদা পূরণের প্রত্যাশায় নতুন করে মানুষের সেবা করার সুযোগ পেতে চান বলে তিনি জানান।
বিভিন্ন গ্রামে গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে তিনি কর্তব্যরত বিগত সময়গুলোতে মানুষের কল্যাণে উন্নয়ন কাজের কথা। গত পাঁচ বছরে সুখে দুঃখে এলাকা বাসীর পাশে থেকেছেন। নতুন মেম্বার হিসেবে তাকেই চাশ এলাকার জনগন।
১ নং ওয়ার্ডের বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার বলেন,বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সরকারি অনুদান আমাদের খুঁজে খুঁজে তিনি দিয়েছেন। গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মমতাজ দাঁড়ান। তাকে আমরা সকলেই ভালবাসি। মহিলা মেম্বার হিসেবে তিনিই যোগ্য।
রুবেল মল্লিক আরেক বাসিন্দা বলেন, সাহানাজ পারভীন আপা নারীদের জন্য কাজ করেন। বাল্য বিয়ে রোধ, সামাজিক অসঙ্গতি দূরীকরণ, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সব সময়ই আমাদের সচেতন করেন। আমরা তার কাছে সাহায্য চেয়ে কখনো নিরাশ হইনি। ওনার দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে।
বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী সাহানাজ পারভীন বলেন, আমি দিন-রাত ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করেছি। ওয়ার্ডের মানুষকেই আমি পরিবার মনে করি। তারা যদি আমাকে যোগ্য মনে করে তবে অবশ্যই আবার নির্বাচিত হয়ে তাদে পাশে থাকব। আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রতি এক এক করে বাস্তবায়ন করব।