নিহত লাইনম্যান হারুন
ফেনী প্রতিনিধি# ফরহাদ খোন্দকার
ছাগলনাইয়া (ফেনী) সিএনজি অটোরিকশা চালক বেলালের লাঠির আঘাতে এবার লাইনম্যান হারুন নিহত। হারুন ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের দেলু সওদাগর বাড়ির মৃত আবুল হোসেনের বড় ছেলে।
জানা যায়, ছাগলনাইয়া থানা পুলিশের রাত্রিকালীন ডিউটি বন্টন নিয়ে লাইনম্যান হারুন ও অটোচালক বেলাল হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। এ জেরধরে আজ রোববার (৯ জুলাই) দুপুর ২:৩০ মিনিটে সিএনজি অটোস্টেশনে প্রকাশ্য দিবালোকে অটোচালক বেলাল ও তার মাদক আসক্ত ছেলে বাপ্পী লাঠি দিয়ে উপর্যোপুরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় হারুনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক বেলালকে ছাগলনাইয়া থানা পুলিশ আটক করে। বেলালের ছেলে বাপ্পী পলাতক রয়েছে। ছাগলনাইয়া থানা পুলিশ বাপ্পীকে আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা দাবি করেন, সিএনজি অটোরিকশা স্টেশন ঘিরে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও মাদক আসক্তের আড্ডাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে ছাগলনাইয়াতে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড। গত সপ্তাহে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহেদ নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়!