দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, নিউক্লিয়াসের পুরোধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদাভাই)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুলাই) বিকেলে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌর মিলনায়তনে বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও জেলা যুগ্ম-সম্পাদক হাসান আহমদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য দেন ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; ১৪ দফা চেতনা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এড, মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা গিয়াস উদ্দিন আহমদ, গণফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. শান্তিপদ ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এড. ময়নূর রহমান মগনু, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, শিক্ষাবিদ , মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী সুকু, রাজনগর কলেজের সাবেক অধ্যক্ষ রজতকান্তি গোস্বামী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম শামিম, গণফোরাম নেতা ও সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংবাদিক ও লেখক আমিনুর রশিদ বাবর, চেতনা পরিষদের নেতা আব্দুর রহিম, সিপিবির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদের সদর উপজেলা সভাপতি হারভী হেডেন প্রেন্টিস অপু, সাধারণ সম্পাদক সোহেল সামাদ খাঁন পলাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্রাচার্য শিবন, বাংলাদেশ যুবজোট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ কামাল জামান প্রমুখ।
বক্তারা দাদার মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সিরাজুল আলম খান দাদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতে প্রয়াত সিরাজুল আলম খান (দাদাভাই), যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাসদের নেতা সৈয়দ এলাহি হক সিলু, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসেইন আহমদ তফছির, জেলা বাংলাদেশ জাসদ নেতা আনোয়ারুজ্জামান শিল্পীর মাতার স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভার শুভারম্ভ হয়।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version