দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণ রোধ ও এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ সদর ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮জুলাই) বেলা ১১ টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক পাচারকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। এরা সমাজের ব্যাধী। এক্ষেত্রে এলাকার মানুষের অগ্রনী ভুমিকা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিরা চাইলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। যারা মাদক, মানব পাচারে জড়িত সে সব অপারাধীদের রেহাই না দিয়ে আইন শৃংখলা বাহিনীকে সঠিক তথ্য প্রদান করে আইনের আওতায় আনা সম্ভব। এছাড়া টেকনাফের বিভিন্ন এলাকায় দিন দিন অপহরণ ঘটনা বেড়েই যাচ্ছে । ফলে আতংকে দিনাতিপাত করছে সাধারণ মানুষ।

তাই টেকনাফকে সুরক্ষিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে।
সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক আমজাদ হোসেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান- ১ জহির উদ্দিন, রশিদ আলম মেম্বার, রানু আক্তার মেম্বার, গ্রাম পুলিশ মনছুর আলম, সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, আনন্দ টিভির টেকনাফ প্রতিনিধি শহিদ উল্লাহ, মাওঃ সাইফুল্লাহ প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল আহমদ মেম্বার, লাইলা বেগম মেম্বার, কক্সবাজার ৭১ স্টাফ রিপোর্টার মো. ইউনুছ অভি, ওবাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version