ঝালকাঠির সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান পাটোয়ারী (৪৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্তা বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মান্নান পাটোয়ারী রাজবাড়ী সদরের বৃচাত্রা এলাকার মৃত আঃ খালেক পাটোয়ারীর ছেলে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তির মরাদেহ । কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশে ঘটনা স্থানে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।