নাজমুল হাসান ,ডাসার,মাদারীপুরঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিন সূত্রে জানাযায়, প্রথমে বৈদ্যুৎতিক সখ সার্কিটের কারণে আহম্মদ ঘরামীর জুতার দোকানে আগুনের সুত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই পাশের দোকান কামাল হোসেনের মুদি দোকানের গোডাউনে ও ফেরদাউস মাতুব্বর এর হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জুতার দোকানী আহম্মদ ঘরামী বলেন, লোন করে দোকানে মাল উঠাই ছিলাম। কিন্তু আগুনে আমার দোকানে থাকা ৫ লাখ টাকার মালামাল পুড়ে শেষ করে দিয়ে গেল।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version