রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যামাসেমিয়াম আক্রান্ত ২৯ জন রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তার প্রত্যেককে ৫০ হাজার করে মোট সারে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার (৬-জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ বিতরণ কার্যক্রম হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি’র সঞ্চালনায়, সংক্ষিপ্ত এক আলোচনা শেষে রোগীদের চিকিৎসা সহায়তার চেক হাতে তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা থানার এ এসআই শাহানূর ইসলাম।