দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ।

বুধবার (৬ জুলাই) বিকালে তিনি ফোন করে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় নিয়ে যেতে জুলাইয়ে ব্যাংককে অনুষ্ঠেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সাধারণ পরিষদের বৈঠকে একসঙ্গে কাজ করতে সম্মত হন তারা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ফোন করার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ সময় কুয়েতে কর্মরত প্রবাসী এবং দেশটির সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘস্থায়ী অংশীদারত্ব বহন করছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ আহমদ নওয়াফও আনন্দের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা বাহিনী পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত ও পরিশ্রমী ভূমিকার প্রশংসা করেন। পরে তারা একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শসহ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version