পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচামরিচ ও সালাদ না দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসানের সাথে একই গ্রামের বকু ফকিরের মেয়ের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে যায় ছেলেপক্ষ। সেখানে খাওয়ার সময় পরিবেশিত খাবারের সাথে সালাদ না দেয়া নিয়ে কনেপক্ষের সাথে কথা কাটাকাটি হয় বরপক্ষের।
কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত প্রায় ১৫ জন আহত হন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক রাতে জানান, মঙ্গলবার বিকেলে বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান তিনি।