এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

৩ জুলাই (সোমবার) দিনাজপুর শহরের বাহাদুর বাজার কাঁচাবাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের পর খুচরা ১৬০ টাকা কেজিতে নেমে এসেছে কাঁচা মরিচের দাম ।যেখানে, গতকালই ক্রেতাদের অভিযোগ ছিল কাঁচামরিচ বিক্রি হয়েছে ৪০০-৫০০ টাকায়। এদিকে অভিযানের দিনেও কিছু অসাধু বিক্রেতার কারসাজিতে কাঁচামরিচ ২০০-২২০ টাকা বিক্রির অভিযোগ থাকলেও পরে তা নেমে আসে পাইকারি ১৪০ ও খুচরা ১৬০ টাকা মুল্যে । এসময় তিনটি চালের দোকানে মুল্য তালিকা অস্পষ্ট ও দৃম্যমান না থাকায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মমতাজ রুনি । তিনি জানান,ভোক্তার অধিকার নিশ্চিতে তৎপর রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ।

Share.
Leave A Reply

Exit mobile version