জামালপুর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম সনি : জিহান বাবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে, এক সাথে মাঠের নামাজ আদায় করবে। ঈদের আগের দিন সে বাবাকে ফোন দিয়ে এভাবেই তার অনুভূতি শেয়ার করে। আর তার বাবাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে। কিন্তু তার বাবা আব্দুল জলিল শহরে অন্যের বাসায় কাজ করে। বাসা মালিক কুরবানী দিবে তার থাকতে হবে। কুরবানির পর গোস্ত নিয়ে ঈদের দিন বিকালে বাড়ি যাবে। এভাবেই তার ছেলেকে বুঝিয়ে বলে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ঈদের দিন দুপুর থেকেই ছেলে জিহানকে আর পাওয়া যাচ্ছে না। ছেলের শোকে পিতা আব্দুল জলিল দিশাহারা। সকল আত্মীয় স্বজন,পরিচিতজনদের কাছে খোঁজ করেও মিলেনি ছেলের হদিস ।
ছেলে হারিয়ে পাগল প্রায় পিতা মাতা সকলের কাছে অনুরোধ জানাচ্ছেন তার খোঁজে বের করে দেওয়ার জন্য ।
ছেলের নাম: জাহান
পিতার নাম: আব্দুল জলিল
বয়স: ১২ বছর
গ্রাম: কুল কান্দি মিয়া পাড়া
ইউনিয়ন: ১ নং কুল কান্দি
থানা: ইসলামপুর
জেলা: জামালপুর ।
মোবাইল:০১৯১২৪৪১০৪৬,০১৬৪৬৯১৩৫৪৬
যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে পেয়ে থাকেন তাহলে উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার বাবা-মা।