দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ নাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ও য়ার্ডের ইউপি সদস্য কালামের নেতৃতে বাড়ি-ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় চার জন গুরুতর আহত। এ ব্যাপারে ভুক্তভোগী আ. রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার(০১ জুলাই) দুপুরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল দুপুরে উপজেলার সুন্দরিয়া এলাকা এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আ. রব বিশ্বাস পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে বসত বাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। বিবাদি ইউপি সদস্য মো. কালাম ও নিজাম হাওলাদার ঐ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। এই জের ধরে গতকাল ইউপি সদস্য মো. কালামের নেতৃতে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ও গোয়াল ঘর কুপিয়ে তছনছ করে। বসত ঘর ও জমি রক্ষা করতে এলে আ.সালাম (৪৮), বাবুল(৪৫), সনিয়া (২৮) ও কামাল বিশ্বাস (৩২) কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চলতি বছরে ইউপি সদস্য মো.কালামের বিরুদ্ধে এক হিন্দু বাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ইউপি সদস্য মো.কালাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version