বৃহস্পতিবার (২৯ জুন) সকালে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় সারাদেশে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ। বৃষ্টি উপেক্ষা করে জামাতে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশেই ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যাপক প্রভাব পড়েছে।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানী ও বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
সকাল থেকেই বিভিন্ন জেলায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা। ধনী-গরিব এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ দিদার লাভের আশায় নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। অশ্রুসজল চোখে প্রার্থনা করেন অনেকে। চান দেশ ও জাতির সমৃদ্ধি।