আজ সকালে বিএনপি মহাসচিব জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম রঞ্জু চৌধুরীর কবর জিয়ারত করতে যান সালন্দর চৌধুরীবাড়ি পারিবারিক গোরস্থানে।
এসময় মহাসচিব মির্জা ফখরুল সহ আরো ছিলেন জেলা বিএনপি সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপি সহ-সভাপতি ডন চৌধুরী, জেলা বিএনপি সহ-সভাপতি মো. আলম, জেলা বিএনপি নেতা আনসারুল হক, প্রচার সম্পাদক মামুন, জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপি নেতা আলমগীর, সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, জেলা যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুর, জেলা যুবদল সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদল নেতা লিটন, ছাত্রদল সভাপতি কায়েস, সহ-সভাপতি রেজু, সালন্দর বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মুকুট চৌধুরীসহ আরও অনেকে।
প্রয়াত রঞ্জু চৌধুরীর একমাত্র পুত্র ঠাকুরগাঁও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সদস্য, পরিবহন ব্যবসায়ী নির্ণয় চৌধুরী। গতানুগতিক রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও নির্ণয় মত রাজনীতিতে মনযোগী ছিলেননা। পড়াশোনা শেষ করে যুক্ত হন পরিবহন ও চাতাল ব্যবসায়।
মরহুম রঞ্জু চৌধুরী ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। রঞ্জু চৌধুরী রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রদল নেতা ছিলেন। ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি ক্যান্ডিডেট ছিলেন। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসন জারি হবার কারণে সেই ছাত্রসংসদ নির্বাচন স্থগিত হয়ে যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রঞ্জু চৌধুরীর কবর জিয়ারত শেষে রঞ্জু চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।