তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:
নকল, ভেজাল ওষুধ বিক্রয় রোধে এবং ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিতের লক্ষ্যে গাইবান্ধায় তালুকদার ফার্মা ও ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন করা হয়েছে ।
২৫ জুন রবিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা হাসপাতাল রোডের যমুনা ক্লিনিক সংলগ্ন এই মডেল মেডিসিন শপ ও ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. আব্দুল রশিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ
উদ্বোধন শেষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক মেডিসিনের দোকানকে মডেল মেডিসিন শপের আওতায় আনা হবে। এতে ক্রেতারা ন্যায্যমূল্যে মানসম্মত ওষুধ ক্রয় ও এন্টিবায়েটিকের ডোজ সম্পর্কে জানতে পারবেন।
তালুকদার ফার্মা’র সত্ত্বাধিকারী বুলবুল আহমেদ জানান , গাইবান্ধায় মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য । আমাদের ফার্মেসীতে একজন প্রশিক্ষিত মেডিকেল ফার্মাসিস্ট আছে যার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই মডেল মেডিসিন শপটি ।