দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গোলাপ খন্দকার সাপাহার( নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে একটি বিলুপ্ত প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।
সুত্রে জানাগেছে গত ২৩ জুন উপজেলার আইহাই ইউনিয়নের জেলেদের জালে বিলু্প্ত প্রায় কচ্ছপটি উঠে আসে। এসময় আশড়ন্দ উত্তর পাড়া গ্রামের লিটন হোসেন জেলেদের নিকট থেকে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
সংবাদ পেয়ে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সদস্যগণ সেখানে দেখেন যে কচ্ছপটি একটু অসুস্থ। পরে বিষয়টি বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ রাজশাহী, বন্যপ্রাণি পরিদর্শক জনাব জাহাঙ্গীর হোসেন কে অবগত করা হলে তিনি প্রাথমিক চিকিৎসা ও খাবার এর বর্ণনা প্রদান সহ কচ্ছপটির প্রজাতী সনাক্ত করেন। তার মতে উদ্ধারকৃত কচ্ছপটি বিলুপ্ত প্রায় ভারতীয় সন্ধি কচ্ছপ। কচ্ছপটি সংগঠনের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। উদ্ধারকৃত কচ্ছপটি একটু সুস্থ হলে আইহাই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জবই বিল (ডুমরইল+মাহিল+কালিন্দর) এ গত ২৫ জুন বিকেলে আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হয়।
উক্ত অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যহ আল মামুন,আইহাই ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউজ্জামান টিটু, মৎস্যজীবি সমিতির সভাপতি সহ সংগঠনের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কচ্ছপ অবমুক্ত করন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ বিলের আরো বেশি কচ্ছপ অবমুক্ত করতে হবে, পাখির পাশাপাশি বিলের জলে বিভিন্ন প্রাণি যেন পানির ভারসাম্য রক্ষা করতে পারে । তিনি সংগঠনের সাথে একাত্বতা করে কাজ করার কথাও বলেন । পরিশেষে তিনি এমন বিলুপ্ত সন্ধি কচ্ছপ সহ সকল বিলুপ্ত প্রাণি রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version