মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বাবাকে মারধরের মামলায় জেল কেটেছে ৫ মাস। কয়েকমাস আগে জামিন পেয়ে বাড়িতে এসেই পুনরায় বাবার ওপর শুরু করে নির্যাতন। সর্বশেষ (২৫ জুন) রবিবার টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে সাইমন তালুকদার (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনার মদন উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। সাইমন তালুকদার ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে৷
পুলিশ সূত্রে জানা গেছে, সাইমন তালুকদার মাদকে আসক্ত হয়ে প্রায় সময় টাকার জন্য নিজের বাবাকে নির্যাতন করত। নির্যাতনে অতিষ্ট হয়ে বাবা নূরুল ইসলাম ছেলের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে সাইমন জেল হাজতে থাকে ৫ মাস। সম্প্রতি কয়েক মাস আগে জামিনে ছাড়া পায় সে। বাড়িতে এসেই টাকার জন্য বাবাকে কয়েক দপা নির্যাতন চালায়। আজ রবিবার (২৫ জুন) বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর করলে পরিবারের লোকজন তাকে বেঁধে থানায় খবর দেয়। পরে পুলিশ রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘টাকার জন্য নিজের বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় জেল হাজতে ছিল সাইমন। জামিনে এসে আরো কয়েকবার মারধর করে। রবিবার মারধরের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পূর্বের মামলায় তার বিরুদ্ধে আজই (রবিবার) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে আগামীকাল নেত্রকোনা আদালতে পাঠানো হবে৷