কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৬ জুন)সন্ধ্যায় নাঠ্য নির্দেশক শুভাশিষ সিংহ সমীরের সঞ্চালনায় ললিতকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সহ সংগীত বিভাগের শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।পরে বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী মৌমিতা সিনহাসহ আমন্ত্রীত শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন।এছাড়া একাডেমির নৃত্য বিভাগের শিল্পীরা নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।পরে
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলী,লেখক ও গবেষক ড.রনজিৎ সিংহ, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি পুরণ উরাং,কবি পুলক কান্তি ধর প্রমূখ।