দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুমকী পটুয়াখালী প্রতিনিধিঃ

জাতির পিতা-মহান নেতা
ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল

মহাকালের মহা নায়ক, স্বাধীনতার মহান স্থপতি, তুমিই জাতির পিতা
শুধু নও তুমি বাঙালি জাতির, তুমি সারা বিশ্বের নেতা ।
তোমার নাম বঙ্গবন্ধু তোমার নাম জুলিও কুরী
আমরা যারা তোমারই স্মরি তারা তোমারই পূর্বসূরী।
পরাধীন ভারতে অগ্নিগর্ভে জন্ম নেয়া তুমিই মহানায়ক
তুমি হলে রাখাল রাজা স্বাধীনতার মহাগায়ক।
বলদের মাঝে শ্রমক্লিষ্ট যারা ছিল হালধর চাষা
তুমি বুঝেছ তাদের ভাষা তুমিই ছিলে তাদের আশা।
তোমার পিতা লুৎফর রহমান নাম রেখেছিলেন খোকা
কে জানিত সেই খোকাই একদিন পশ্চিম পাকিস্থানীদের বানাবে বোকা।
স্বাধীনতার মাস/ ১৭ই মার্চ তোমার জন্ম তুমিই মুক্তির কান্ডারী হবে জানতো কি কভু বাঙালি?
তোমার জন্ম না হলে পরাধীন থাকতো বাংলাদেশ, বাঙালি হতো মহা কাঙালী।
শুধু তুমিই জন্মেছিলে তোমার পরে আর তেমন জন্মেনি কোন নেতা
তোমার জন্ম না হলে আরও শত বছরেও বাঙালি পেত না স্বাধীনতা।
তুমি প্রতিষ্ঠাতা ছাত্রলীগের, প্রতিষ্ঠা করেছিলে আওয়ামীলীগ
তোমার হৃদয় ছিল সমুদ্র-বিশাল তোমার মন ছিল গ্রেট (মৎবধঃ)-বিগ(নরম)।
বাঙালির মুক্তির সনদ ৬ দফার রচয়িতা তুমিই মহান কবি
স্বাধীনতার পতাকায় জাজ্বল্যমান চিরকাল রবে তারই দৃশ্যমান প্রতিচ্ছবি।
১৯৬৯ (উনসত্তরের) গণ অভ্যুত্থান তোমার মুক্তির জন্যই হয়েছিল
১৯৭০ (সত্তরের) সাধারণ নির্বাচনে তার প্রাপ্য মূল্য বাঙালি তোমাকে দিয়েছিল।
স্বধীনতার ঘোষনা দিলে তুমি ৭ই মার্চের ভাষণে
বাঙালি জাতি বসালো তোমাকে জাতির পিতার আসনে।
৭ ই মার্চে রেসকোর্স ময়দানে তুমিই দিয়েছিলে স্বাধীনতার গর্জন
তোমার জন্যই ২৬শে মার্চ পেলাম এটা বাঙালির মহা অর্জন।
১৫ই আগস্টে হানাদারের বুলেট কেড়ে নিল স্বপরিবারসহ তোমার প্রাণ
বাঙালিসহ সারা বিশ্ব আজ গাইছে তোমান মহান সান।
তুমি মিশে আছো হিয়ায় হিয়ায় তুমি ছিলে খঁাটি দেশপ্রেমিক
তোমার প্রাণ যারা কেড়ে নিয়েছে জানাই তাদের শতকোটি ধিক।
জননেত্রী শেখ হাসিনা তোমারই রক্তের প্রবাহমান ধারা
তিনার নেতৃত্বে মহাখুশি বাঙালি, সকলেই আজ আত্নহারা।
তুমি আছ, তুমি থাকবে তুমি ছিলে খাঁটি মুসলমান
সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা রাখবই রাখব তোমান মান।
মহাকালের এ মহান কাব্য/কবিতা শুধু তোমাকেই স্মরিতে রচিত
তুমি ছিলে, তুমি আছো, তুমি রবে অনন্তকাল বাঙালির হৃদয়ে খচিত।
অজি এ দিনে ফুলের প্রণতি হে পিতা শেখ মুজিবুর রহমান
তোমার নাম রবে অনাদি অনন্তকাল যতকাল পদ্মা-গঙ্গা বহমান।
শেখ হাসিনা দিয়েছে সমৃদ্ধ বাংলাদেশ অবিশ্বাস্য পদ্মা সেতু
তিনি তোমার যোগ্য কন্যা কাজ করেন কিন্তু সেই হেতু।
তুমি দিয়েছ দেশের তরে জীবন তোমার কন্যা দিলো সব দুহাত উজার করে
তোমার নাম আর শেখ হাসিনার নাম রাখবই রাখব আমরা ধরে।
তোমার দেয়া স্বাধীনতা নিয়ে আছিতো অনেক ভাল
কি আসে যায় আমারে কে কি বলিল?
যে যাই বলে বলুক
আমি শেখ মুজিব তোমারই লোক।
ভয় করিনা শেখ হাসিনা ধরেছেন নৌকার হাল
ঐ দেখা যায় নীল গগনে নৌকার বিজয়েরই পাল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version