স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সারাদেশের ন্যায় মনিরামপুরেও যথাযথ সম্মানের সাথে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক আইন বিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জী, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ্বাস পবন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন ঘোষাল,
সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ,১৫ নং কুলটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাজকুমার বিশ্বাস, মতুয়া ধর্মগুরু নারায়ন চন্দ্র বিশ্বাস, দুলাল চন্দ্র মন্ডল সহ মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী।
মতবিনিময় সভায় এসএম ইয়াকুব আলী বলেন,আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে মানুষের কল্যাণ কাজ করেছে তা নয়, ৭৪ বছরের পথ চলায় বেশিরভাগ সময়ই ক্ষমতায় না থাকলেও দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।আমি মনিরামপুরের জাতিধর্ম বর্ণ সকলের সেবা করতে চাই এবং সকলের মুখে হাসি ফোটাতে চাই।
এ সময় মতুয়া ধর্ম গুরু নারায়ন চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের অতি প্রিয়জন এস এম ইয়াকুব আলী দীর্ঘদিন যাবত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখেদুঃখে ত্রাণ,শীতবস্ত্র, চিকিৎসা, শিক্ষা সহায়তাসহ ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে যেভাবে স্ব উদ্যোগে সহযোগিতা করছেন তাতে করে মনে হয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের আশ্রয়স্থল হবে এসএম ইয়াকুব আলীর ছায়াতলে। আমরা ৯৬ গ্রামের হিন্দুরা মনোনয়নের জন্য প্রয়োজন হলে আপনাকে সাথে নিয়ে সরাসরি আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করব এবং মনিরামপুরবাসীর সেবা করার জন্য আপনাকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করব।