গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিপুণ দেবনাথ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী সহ প্রমুখ।