আমির আলী অভয়নগর যশোর প্রতিনিধি:-
অভয়নগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ম্যানেজমেন্ট কমিটি এবং অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রোববার সকালে উপজেলার কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আবুজার সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন তরফদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম রসুল মন্টু, গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাওহীদ হাসান উসামা প্রমুখ।
এসময় ২৫ জন অভিভাবক, কমিটি ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।