স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক সুমন রায়, ডা. কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, আবিদ হাসান বাপ্পি, নাজমুল হুদা সারোয়ার, রিফাত আহমেদ রাসেল, আল নোমান শান্ত প্রসুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে অনতি বিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।