মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার কেন্দ্র প্রধান নিয়ে এক বৈঠক ও সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে। রোববার সকালে গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের আওতাধীন জয়পুরহাট এরিয়ার অফিসের ধরঞ্জী শাখার আয়োজনে কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেত।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া ম্যানেজার গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ধরঞ্জী শাখার ২য় কর্মকর্তা শাহ আলম, কেন্দ্র ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান প্রমুখ।
শেষে কেন্দ্র প্রধানদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ বিতরণ করা হয়।