আমির আলী অভয়নগর যশোর প্রতিনিধি:
“সংঘাত নয়ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সম্পৃতির অভয়নগর গড়ার লক্ষে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে নওয়াপাড়া ইনিষ্টিটিউটে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে সামাজিক সম্পৃতি বজায় রাখতে উপজেলা পিএফজি’ র আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্ব এবং অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থানার অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, পৌর আ’ লীগের সভাপতি রফিকুল ইসলাম,থানা বিএনপি’ র সভাপতি ফারাজি মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি,পৌর বিএনপি সভাপতি আবু নঈম,সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম জায়দাদ ডাবলু,জাতীয় পার্টির মনিরুজ্জামান মনি, প্রহ্লাদ সাহা, জাসদ নেতা চিনময় বিশ্বাস, বামদল নেতা মহিদুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা পিএফজি’ র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল দলের নেতৃবৃন্দ অভয়নগরে সামাজিক সম্পৃতি রক্ষায় একমত পোষন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অভয়নগরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সকল দলের নেতৃবৃন্দ।