স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডন বস্কো কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রুহু, কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল সাব্বির আহমেদ বাচ্চু প্রমুখ।
খেলায় বিরিশিরি ইউনিয়ন একাদশের বালক দল ও কাকৈরগড়া ইউনিয়ন একাদশের বালিকা দল চ্যাম্পিয়ান হয়।