দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফি রিপোর্টার : জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থানান্তর, উদ্বাস্ততা ও দ্বন্ধ-সংঘাত বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা অপরিকল্পিত বালু উত্তোলন, মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে ঢাকা, রাজশাহী ও নেত্রকোনা অঞ্চলের যুবদের অংশগ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাপনী দিনে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে তিনদিন ব্যাপি এ কর্মশালা সমাপ্ত হয়।

বিরিশিরি ওয়াইএমসিএ মিলনায়তনে বারসিক নেত্রকোনা অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মশালায় দেশের তিন অঞ্চলের প্রায় ৫০ জন যুবদের নিয়ে ওই এলাকার জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিরিশিরি, বিজয়পুর, কামারখালি, ভবানীপুর ও বহেরাতলী এলাকার ১০টি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে অত্র এলাকার বিভিন্ন সমস্যা গুলো চিহ্নিত করা হয়। অপরিকল্পিত বালু উত্তোল ও মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে অত্র এলাকার ফসলী জমি, কৃষক পরিবার, মৎস্যজীবী, নদীর পাড়ের মানুষ, গ্রামের আদিবাসী পরিবারসহ সাধারণ মানুষের জীবন-জীবিকায় কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয় গুলোর উপর গুরুত্ব দিয়ে এফজিডি, সাক্ষাৎকার, আলোচনা ও কেসস্টাডি তৈরী করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বারসিক’র প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক ও পরিচালক পাভেল পার্থ, পরিচালক খাদ্য নিরাপত্তা ও বৈচিত্র্য বিভাগ সৈয়দ আলী বিশ্বাস, পরিচালক মিডিয়া বিভাগ, সমন্বয়কারী আরবান প্রকল্প জাহাঙ্গীর আলম, সমাজকর্মী কাকলী তালুকদার, আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সহকারী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, কবি জনপদ চৌধুরী, প্রধান শিক্ষক হাসিনা আক্তার, শিক্ষক বকুল ঘোষ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version