সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে টানা দুই দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরে পানি বাড়ছে। বুধবার (১৪ জুন) সকাল থেকে বৃষ্টি আর পাহাড়ি ঢল শুরু হলে বৃদ্ধি পেতে থাকে পানি।
জেলার তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নামতে থাকে পাহাড়ি ঢল। সকালে বিশ্বম্ভপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে এসব উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১০৭ মিলিমিটার। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে হাওর ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এতে করে হাওর ও নদীর পানি আরও বৃদ্ধি অব্যাহত থাকবে।
গত বছর এমন সময় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ভয়ঙ্কর বন্যা দেখা দেয়।