মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি)বরগুনা:-
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভির বর্ষপূর্তি পালন হয়েছে বরগুনায়৷ বুধবার (১৪ জুন) বেলা ১১ টার পরে বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেককাটা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ, বিষেশ অতিথি ছিলেন জেলা প্রশাসক এর প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান শান্ত, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মিরাজ, চ্যানেল আই এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউল হক, সাবেক উপ-সহকারী প্রোকৌশলী মোঃ আনসার উদ্দিন, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মালেক মিঠু, অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাহাঙ্গীর কবির মৃধা, দৈনিক মতবাদ এর প্রতিনিধি রেজাউল ইসলাম টিটু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস খান ইমন, দেশ টিভির প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসা, বাংলাভিশনের প্রতিনিধি শহিদুল ইসলাম স্বপ্ন, সময় টিভির সাইফুল ইসলাম মিরাজ, ঢাকা পোস্টের বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য খান নাঈম, এখন টেলিভিশনের প্রতিনিধি জিয়াদ মাহমুদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গ্লোবাল টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, দেশের প্রচলিত টিভি চ্যানেলগুলোর মধ্যে জিটিভি অন্যতম। বস্তুনিষ্ঠ সকল সংবাদ ও দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিশেবে সুপরিচিত জিটিভি। জিটিভির সকলকের প্রতি শুভেচ্ছা রইল। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা জিটিভির সার্বিক উন্নতি কামনা করেন।