স্টাফ রিপোর্টার : বিশ লক্ষ টাকা মূল্যমানের বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় দুটি তক্ষকসহ দুজনকে আটক করেছে র্যাব-১৪। ময়মনসিংহের ফুলপুর থানাধীন ঘড়পরারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. এনামুল হক (৪৫) ও আব্দুর রশিদের ছেলে মো. রিপন মিয়া (৩০)।
বুধবার (১৪ জুন) সকালের দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রি করে আসছে। এ ধরণের তথ্যের সত্যতা যাচাই শেষে র্যাব বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর গোয়েন্দা নজরদারী পরিচলান করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক দুটি তারা সিলেট জেলা হতে ২০ লক্ষ টাকা মূল্যে বিক্রিয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে। তাদের বিরুদ্ধে ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।