ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর তিনে নামা নাজমুল শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরি আশা দিচ্ছিলেন মাহমুদুল জয়ও। তবে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশ ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ১৩৫ বলে ১২১ রানে খেলছেন। তার ব্যাট থেকে ২১টি চারের শট ও একটি ছক্কা এসেছে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। শান্তর সঙ্গী মুমিনুল হক। মাহমুদুল জয় ১৩৭ বল খেলে ৭৬ রানে আউট হয়েছেন। নয়টি চার মেরেছেন তিনি। শান্তর সঙ্গে দিয়েছেন ২১২ রানের জুটি।

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।

মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

Share.
Leave A Reply

Exit mobile version