কক্সবাজার থেকে কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে।
বেসরকারি ফলাফলে ৩ হাজার ৩শ ৬৩ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক)।
গত সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ফলাফল ঘোষণা শুরু করেন।
বেসরকারি ফলাফলে নৌকার মাহাবুবুর রহমান চৌধুরী ভোট পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট।
কক্সবাজার পৌরসভার মোট ভোটার ৯৫ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। এ পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৫ হাজার ৩৮১ জন। নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৮ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিলেন।
এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন- ১ নং ওয়ার্ডে এসআই আকতার কামাল আজাদ,২ নং ওয়ার্ডে- মিজানুর রহমান,৩ নং ওয়ার্ডে- আমিনুল ইসলাম মুকুল,৪ নং ওয়ার্ডে – এহসান উল্লাহ,৫ নং ওয়ার্ডে – সাহাব উদ্দিন সিকদার,৬ নং ওয়ার্ডে – ওমর ছিদ্দিক লালু,৭ নং ওয়ার্ডে- ওসমান সরওয়ার টিপু,৮ নং ওয়ার্ডে – রাজবিহারী দাশ,৯ নং ওয়ার্ডে -হেলাল উদ্দিন কবির,১০ নং ওয়ার্ডে – সালাউদ্দিন সেতু,১১ নং ওয়ার্ডে – নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নং ওয়ার্ডে – এমএ মঞ্জুর।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন(১,২, ৩)ওয়ার্ডে – শাহেনা আক্তার পাখি,(৪, ৫, ৬)ওয়ার্ডে – ইয়াছমিন আক্তার,(৭, ৮, ৯)ওয়ার্ডে – জাহেদা আক্তার,(১০, ১১, ১২)ওয়ার্ডে- নাছিমা আক্তার বকুল।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, কক্সবাজার পৌরসভায় প্রথমবারের মতো ‘ইভিএমের মাধ্যমে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হওয়ায় সব কেন্দ্রে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছ । কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায় নি।