পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপিএ এর আয়াজনে স্থানীয়
কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণঅনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) ১১টায় বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে আয়াজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসব উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চদ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক ও কৃষাণীরা অংশগ্রহন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন,” আমারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও আমাদের পুষ্টির অভাব রয়েছে। তাই আমাদের সকলকে বেশি বেশি ফল ও শাক-সবজি চাষাবাদ করতে হবে। আর একাজে বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version