তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল বয়কে রুমে আটকে রেখে মারধর ও জোরপূর্বক বলৎকারের ঘটনায় একই হোটেলের ৫ কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের হবিগঞ্জ রোডস্থ পাঁচভাই হোটেল থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানা সুত্রের বরাতে জানা যায়, হোটেলের এক কর্মচারীর মোবাইল চুরির ঘটনায় রায়হান (১৭) নামের হোটেল বয়কে মারপিট ও বলৎকারের ঘটনায় পাঁচভাই হোটেলের কর্মচারী আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ, সাজিদ মিয়া, মেহেদী হাসান মাসুম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে রুবেল আহমদ এর একটি মোবাইল চুরি হলে হোটেলের বয় রায়হানকে সন্দেহ করে রুবেল আহমদ।
পরে রুবেল আহমদ তার ৪ সহকর্মীকে নিয়ে রায়হানকে স্টেশন রোড থেকে ধরে এনে হোটেলের স্টাফ রোমে আটকে রেখে মারধর করেন। রাতে হোটেল কর্মচারী আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ ও সাজিদ মিয়া মিলে রায়হানকে জোরপূর্বক বলৎকার করে। এক পর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়লে ভোরবেলা তাকে স্টাফ রুম থেকে বের করে দেয় তারা। গুরুতর অসুস্থ রায়হান বাড়ি গিয়ে তার পরিবারের কাছে ঘটনা জানায়। গুরুতর অসুস্থ অবস্থায় রায়হানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় রায়হানের ভাই শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আজ সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এবিষয়ে বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং আসামিদের সোমবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।