প্যারিসে রোলাঁ গাঁরোয় রোববারের (১১ জুন) ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে নতুন উচ্চতায় নাম লেখান জোকোভিচ। প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ক্যাসপার রুড। সেটির বিপরীতে অভিজ্ঞ নোভাক জোকোভিচ অভিজ্ঞতার পুরোটা দিয়ে নিজেকে নিংড়ে দিলেন। দ্বিতীয় সেট জিতে নিলেন সহজেই। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন রুড। তবে সেটি টাইব্রেকারে যাওয়ার আগেই জোকোভিচ জিতে যান ৭-৬ (৭-১),৬-৪, ৭-৫ গেমে।
ইতিহাসের দ্বারপ্রান্তে ছিলেন নোভাক জোকোভিচ। প্রত্যাশিত জয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে সেই ইতিহাস গড়েছেন তিনি। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে রাফায়েল নাদালকে ছাড়িয়ে রেকর্ড নিজের করে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি তারকা।
এই নিয়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল নেমে গেলেন দুইয়ে। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ৪টি গ্র্যান্ড স্ল্যামই অন্তত ৩ বার করে জিতলেন সার্বিয়ার তারকা। অসাধারণ পারফরমেন্স দেখিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন জেতার পর এবার উইম্বলডন ও ইউএস ওপেনের জন্য তৈরি হচ্ছেন এই সার্বিয়ান তারকা।