দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় উদ্যোক্তা নারীদের সংগঠন উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাষ্ট “উই টীম” নওগাঁ’র উদ্যোগে মাসিক অফলাইন মিটিং এবং হাটবাজার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নওগাঁ কৃষ্ণধন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এই হাটবাজার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, এসব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রচার, প্রসার ও বিপননের সাথে সাধারন মানুষদের সম্পৃক্ত করার লক্ষে দিনব্যাপী এই হাট বাজারের আয়োজন করা হয়। গ্রামীন হাট বাজারের মত উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্যসামগ্রী মিলনায়তনের মেঝেতে পশরা সাজিয়ে বসেন। উদ্যোক্তাগণ তাঁদের নির্ধারিত ষ্টলে নিজস্ব বাগানে উৎপাদিত আম, মওসুমী গুড়, চাল, গুড়া মসলা, প্যারাসন্দেশ, দেশীয় পোষাক, মওসুমী বিভিন্ন ফল, কুমড়া বড়ি, আকর্ষনীয় শো পিচ ইত্যাদি প্রদর্শন করেন।

হাটবাজারে উই টীমের জেলা প্রতিনিধি ই-হাট বাজার, জেলা সহ প্রতিনিধি সারমিন সুলতানার প্রতিষ্ঠান প্রতিচ্ছায়া, জেলা সহ প্রতিনিধি সৈয়দা তনু’র প্রতিষ্ঠান এসটি ইয়ার, জেলা সহ প্রতিনিধি মঞ্জুরী জামান খেয়ার প্রতিষ্ঠান পার্বন,  রানীনগর উপজেলা প্রতিনিধি নাজনীন আকতার সনির প্রতিষ্ঠান ইয়ার্ন কাউন্ট বুটিক, সাপাহার উপজেলা প্রতিনিধি মনিরা আক্তারের প্রতিষ্ঠান সমাহার,  মোছাঃ তামান্না বানুর প্রতিষ্ঠান আলিনুর ফ্যাশন, নোওফা আক্তার নিরা’র  প্রতিষ্ঠান নিরাস বুটিক,মনিরা ইয়াসমিনের প্রতিষ্ঠান নকশি, আছমা আক্তারের প্রতিষ্ঠান আসমা আক্তার হস্তশিল্প, বদলগাছি উপজেলা প্রতিনিধি কামরুন নাহার বৃষ্টির প্রতিষ্ঠান রংসতত্ব, নাহিদা আখতারের প্রতিষ্ঠান দূরদানা, রায়হানুল জান্নাতের প্রতিষ্ঠান পারভিন রকমারী এবং মোত্তাকিনা মিশুর প্রতিষ্ঠান ষড়ঋতু নামক ষ্টল সমূহে নানারকমের পণ্যসামগ্রী প্রদর্শনর করা হয়। 

সেসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, সাংবাদিক এম আর ইসলাম রতন, উই’র নওগাঁ জেলা প্রতিনিধি রওয়াইদা তানজিদা শ্রাবণী, জেলা সহ প্রতিনিধি সৈয়দা তনু, জেলা সহ-প্রতিনিধি সারমিন সুলতানা প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version