পরপর দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেলেন রেফারি সিমন মারসিনিয়াক। গত বছরের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরে এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচেও দেখা যাবে মারসিনিয়াককে।
আজ (১০ জুন) রাত ১টায় তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদার টুর্নামেন্টের ফাইনালেও দায়িত্ব পেলেন কাতার ফাইনাল পরিচালনা করা পোল্যান্ডের রেফারি মারসিনিয়াক।
এ ছাড়া সিটি-মিলান গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পরীক্ষিত সব অফিসিয়ালদেরই দেখা যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মারসিনিয়াককে সহায়তা করবেন পাভেল সোকোলনিত্সকি ও তমাস লিস্তকিয়েভিচ। এই দুই রেফারিও কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।
তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শক্তিমত্তা ও সামর্থ্যে এগিয়ে থেকেই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তবে শিরোপা কার হাতে উঠছে, সেটি দেখার জন্য ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।