মঙ্গলবার, মে ২১, ২০২৪

জাতীয় বাজেটে সংস্কৃতির ক্ষেত্রে থোক অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন

যা যা মিস করেছেন

 

জাতীয় বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে এক শতাংশ
অর্থ বরাদ্দের দাবীতে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন করে।
আজ শুক্রবার (৯ জুন) বিকাল পাঁচটায় সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা শহরের প্রাণকেন্দ্র দড়া টানা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরু, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারন সম্পাদক আনোয়ারুল করিম সোহেল প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানের কর্মসূচী সফল করতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় মনন তৈরিতে সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ থাকার যে প্রয়োজনীয়তা তা এ বাজেটে প্রতিভাত হয়নি। সরকার এ বিষয় বিবেচনা করে বাজেটে সাংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই এক শতাংশ অর্থ বরাদ্ধ করবে।
আরএই দাবী যদি না মানা হয় তা হলে সাংস্কৃতিক কর্মীরা সারাদেশে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security