দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। বুধবার প্রথম দিন শেষেই আধিপত্য বিস্তার করছে তারা। ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথের হার না মানা আড়াইশো রানের জুটিতে ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৭ তুলেছে ক্যাঙ্গারুরা। শতক ছুঁয়েছেন ট্রাভিস হেড, কাছকাছিই আছেন স্টিভেন স্মিথ।

চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে বুধবার ইংল্যান্ডের দ্য ওভালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামে অজিরা। তবে শুরুতেই ধাক্কা খায় দলটা, মাত্র ২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ১০ বল খেলে ০ রানে ফেরেন উসমান খাজা। উইকেটে পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে।

এরপর ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে মিলে প্রাথমিক বিপর্যয় সামলে দেন। দু’জনেই খেলতে থাকেন দেখেশুনে। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই, দুজনেই ফেরেন ৫ রানের আগে-পরে। সাচ্ছন্দ্যে খেলতে থাকা ওয়ার্নার ৪৮ বলে ৪১ করে ফেরেন। তাকে ফেরান শার্দুল ঠাকুর। ফলে ভাঙে লাবুশানের সাথে তার ৬৯ রানের জুটি।

দুই ওভার পরই ফেরেন লাবুশানেও। ৬২ বলে ২৬ রান করে শামির শিকার হন তিনি। ৭৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে অস্ট্রেলিয়া। ফলে ভালো কিছুর স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। তবে সময়ের সাথে সাথে ওভালের আকাশে মেঘ ভেদ করে সূর্য উঠতেই পিছিয়ে পড়তে শুরু করে তারা। বিপদে পড়া অস্ট্রেলিয়ার স্মিথ ও হেড হয়ে উঠেন ত্রাতা।

বিপরীতমুখী রীতিতে খেলতে থাকেন এই দু’জনে। হেড ব্যাট চালাতে থাকেন দ্রুত গতিতে, চাপটা ঝেড়ে ফেলেন তাতে। আর স্মিথ ব্যাট করতে থাকেন মাটি কামড়ে। আগ্রাসী ব্যাট করতে থাকা হেড তিন অঙ্কের ঘর স্পর্শ করেন ১৩ চার ১ছক্কায় ১০৬ বলে। বিপরীতে স্মিথ তার অর্ধশতক পূরণ করতেই খরচ করেন ১৪৪ বল!

তবে এই জুটিতেই প্রথম দিনে রাজ করেছে অস্ট্রেলিয়া। স্মিথ ও হেড মিলে ধৈর্যের বেশ কঠিন পরীক্ষাই নেন ভারতীয় বোলারদের। গড়ে তোলেন হার না মানা ২৫১ রানের জুটি৷ যেখানে ১৫৬ বলে ১৪৬ রান নিয়ে হেড ও ২২৭ বলে ৯৫ রানে অপরাজিত স্মিথ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version